সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর, শঙ্করচন্দ্র, পদ্মবিলা ও আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়মাঠে নির্বাচনীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে তা টিকিয়ে রাখতে হবে। এদেশের মানুষ এখন অনেক শান্তিতে বসবাস করছে। এ শান্তির ধারা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে আবার নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিই। সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহসভাপতি হাজি মহাসিন আলী মালিতা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আ.লীগের যুগ্মসম্পাদক আসাদুল হক, পৌরমেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আইন বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, জেলা আ.লীগের সদস্য সাবেক চেয়ারম্যান আবুতাহের বিশ্বাস, সদর থানা আ.লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঠাণ্ডু, সাংগঠনিক সম্পাদক আশাদুল হক আশা, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা আ.লীগের সদস্য শাজাহান আলী পচা, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, পদ্মবিলা ইউনিয়ন আ.লীগের সভাপতি বজলুর রহমান, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিব সর্দ্দার, সহসভাপতি ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বিল্লাল গনি, জেলা যুবলীগের আহ্বায়ক আরিফিন আলম রঞ্জু, সদস্য আব্দুল কাদের, সদর থানা যুবলীগের যুগ্মআহ্বায়ক নিলুয়ার হোসেন, খাদেমুল বাসার সাবান, কেন্দ্রীয় ছাত্রলীগের উপবেসরকারি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না, সদর সভাপতি জুয়েল রানা, সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মেদ, হাসানুজ্জামান মানিক প্রমুখ। পরিচালনা করেন যুবলীগ নেতা জিল্লুর রহমান।