মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমণিগঞ্জে শহীদ রবিউল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গতপরশু বুধবার রাতে অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে দর্শকের উপস্থিতিতে শহীদ রবিউল মিলনায়তন ক্লাবমাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় শিলন-সমির জুটির সাথে মুখোমুখি হয় উৎপল-ডা. সুফল জুটি। টানটান উত্তেজনার মধ্যদিয়ে শিলন-সমির জুটি ২-১ সেটে উৎপল-ডা. সুফল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে শিলন-সমির জুটি চ্যাম্পিয়ন এবং উৎপল-ডা. সুফল জুটি রানারআপ হয়। খেলাটি পরিচালনা করেন আতিকুর রহমান দিপু।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আতিকুর রহমান দিপুর উপস্থাপনায় ক্রীড়াবিদ মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার প্রদান করেন। এ সময় শহীদ রবিউল মিলনায়তন ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। একই মাঠে তোসাদ্দেক হোসেন তাসু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অতিশিগগিরই শুরু হতে যাচ্ছে।