বিয়ের বয়েস চোদ্দ হলেও
বয়স দিলাম বাড়িয়ে,
একটুখানি কষ্ট করে
কলম-খাতা নাড়িয়ে।
মেয়ের বাবা দিনে দিনে
যাচ্ছে সীমা ছাড়িয়ে,
জন্ম সনদ হাতে পেলেই
যায় বিয়েতে ঘাড়িয়ে।
বাল্যবিয়ে দিয়ো না ভাই
দিচ্ছি কড়াল কাড়িয়ে,
গোপনে যায় বিয়ে দিতে
যায় না ধরা তাড়িয়ে।
-আহাদ আলী মোল্লা