আন্দুলবাড়িয়া প্রতিনিধি: রাজশাহীর সার্দা পুলিশ একাডেমীর সাব ইন্সপেক্টর জীবননগরের আন্দুলবাড়িয়ার কৃতীসন্তান মোল্লা ওয়াহেদুজ্জামান বাবু (৫২) মারা গেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের সদস্যরা জানান, গত রোববার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকা মেডিকেলে রেফার করেন। সেখানে লাইফসাপোর্টে রাখার পর গতকাল দুপুরে তিনি মুত্যবরণ করেন। বাদ আছর রাজারবাগ পুলিশ লাইনে জানাজা শেষে মরহুমের লাশ নিয়ে পরিবারের সদস্যরা আন্দুলবাড়িয়ার পথে রওনা দিয়েছেন। আজ শুক্রবার জুম্মার নামাজের আগে খাঁজা পারেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে জানাজা শেষে রওজা গোরস্তানে মরহুমের লাশ তার পিতার কবরের পাশে দাফন করা হবে। মৃত্যকালে তিনি মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।