দর্শনা অফিস: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড কমিটির গঠনসভা মেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। দর্শনা পৌর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সহসভাপতি মোমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, আ.লীগ নেতা বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলম, লাল মোহাম্মদ, ফজলুল হক, মতি, যুবলীগ নেতা ইকবাল হোসাইন, সোলায়মান কবির, ফয়সাল, হাসান, মহিবুল, রুবেল, নিপুন, লোমান প্রমুখ। পরে মোশাররফ হোসেনকে আহ্বায়ক আ. রফিক কাবি, সুধীর কুমার শান্তারাকে যুগ্মআহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।