দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউনিয়ন যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডুগডুগি সরকারি প্রাইমারি স্কুল চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহুরুল ইসলাম ফকির। বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, অ্যাড. আবু তালেব, আব্দুল হান্নান ছোট, সেলিম উদ্দিন বগা, হযরত আলী, এসএম মহসিন, আব্দুস সালাম ভূট্টু, আয়ুব আলী স্বপন, সোলাইমান কবির, বিপ্লব, আনারুল মেম্বার, হাসান আল বাকার ডলার প্রমুখ।
সভা শেষে নৌকা প্রতীকের পক্ষে একটি মিছিল বের করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী।