ঝিনাইদহ অফিস: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আব্দুল মজিদ (৪৫) নামে এক কাঠব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শৈলকুপা উপজেলার ভাটইবাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ একই উপজেলার নাকৈল গ্রামের ফটিক মণ্ডলের ছেলে আব্দুল মজিদ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আব্দুল মজিদ ভাইটবাজারে একটি কাঠের আড়তে পাওনা টাকা চাওয়ার জন্য যান। টাকা চাওয়াকে কেন্দ্র করে আড়তমালিক আক্কেল মোল্লার সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আড়ত মালিক ও তার লোকজন লাঠি দিয়ে বেদম মারপিট করে পাওনাদারকে আহত করে। এ সময় বাজারের লোকজন আহত আব্দুল মজিদকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখনও কেউ আটক বা গ্রেফতার হয়নি। হত্যাকাণ্ডের পর থেকে আক্কেল মোল্লা পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।