দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আটক ছিনতাইকারী মানিককে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এমদাদ হোসেন উপজেলার চিৎলা নতুন পাড়ার বাবলুর বাড়িতে ডাকাতি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
উল্লেখ্য, আটক ছিনতাইকারী মানিক তার অপর তিন সহযোগীকে সাথে নিয়ে গত সোমবার রাতে দামুড়হুদা-দর্শনা সড়কের তালতলা নামক স্থানে ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাই শুরু করে। ছিনতাইকালীন সময়ে পুলিশের গাড়ি আসতে দেখে সংঘবদ্ধ ছিনতাইকারীদল পার্শবর্তী মাঠের মধ্যে নেমে পড়ে এবং ছত্রভঙ্গ হয়ে যায়। মানিক তার অপর তিন সহযোগীকে খুঁজে না পেয়ে পথ হারিয়ে উঠে আসে লোকনাথপুর মাঠের মধ্যদিয়ে গোবিন্দপুর-রঘুনাথপুর সড়কে। ওই সড়ক ধরেই সে নিজ বাড়ি চিৎলায় ফেরার পথে রঘুনাথপুর বাজারে এসে পৌঁছুলে বাজারে পাহারারত এক নৈশপ্রহরী তাকে আটক করে গ্রামবাসীকে খবর দেয়। গ্রামবাসী মানিকের কাছ থেকে একটি ছিনতাইকরা মোবাইলফোন এবং প্রায় ২০ ইঞ্চি লম্বা একটি ভোজালি উদ্ধার করে। পরে গণধোলাই শেষে তাকে পুলিশে সোপর্দ করলে থানার নথি তলব করে দেখা যায় ৪ মাস আগে চিৎলা গ্রামের বাবলুর বাড়িতে ঘটে যাওয়া ডাকাতি মামলায় তার নাম আছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে। সম্প্রতি সময়ে গোবিন্দপুর-কাদিপুর সড়কে এক সপ্তার ব্যবধানে দুটি মোটরসাইকেল ছিনতাইসহ আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উদঘাটনের জন্য গতকাল বুধবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এমদাদ হোসেন।