স্টাফ রিপোর্টার: একটি বিশেষ বিমানে করে গত মঙ্গলবার দুপুরে দুবাই থেকে বাংলাদেশে এসেছে ৩৬.৮ সেন্টিমিটার লম্বা আর ৬.১৭৫ কেজি ওজনের নিখাঁদ সোনার বিশ্বকাপ ট্রফি। নিরাপত্তার কারণে শেষ মুহুর্তে ভেন্যু বদল হয়ে বিশ্বকাপের প্রদর্শনী চলছে রেডিসন হোটেলে। গতকাল সকাল থেকেই সেখানে দর্শকদের উপচে পড়া ভীড়। রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত নাগরিক জীবনে যেন এক টুকরো অক্সিজেন হয়েই এসেছে বিশ্বকাপের ট্রফি। হোটেলে ঢোকার পথেই চোখে পড়লো লম্বা লাইন। চারদিকে যেন উৎসবের আমেজ। কারো হাতে ক্যামেরা। কেউ বা মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত হোটেলে ঢোকার মুখে রাখা ডিজিটাল ব্যানারের কাগজের বিশ্বকাপের। বলরুমে ঢুকতেই আরেক দফা লম্বা লাইন পেরুতে হলো। সেখানেও ধৈর্য ধরে অপেক্ষায় দর্শকেরা। স্বপ্নের বিশ্বকাপ নিজ চোখে দেখবে বলে কথা! ফিফার অন্যতম পৃষ্ঠপোষক ও আয়োজক কোকাকোলা নিরাপত্তার কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখাতে পারছে না প্রদর্শনী। এজন্য অনেক আনুষ্ঠানিকতা কাটছাট করতে হয়েছে। তারপরও মানুষ খুব কাছ থেকে দেখতে পারছে এ বিশ্বকাপের ট্রফি। এতেই খুশি সবাই। আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ট্রফিটি দেখতে পাবেন দর্শকরা। আগামীকালও এ সুযোগটি থাকছে। তবে সারাদিন নয়, কাল তারা ট্রফিটি দেখতে পাবেন দুপুর বারোটা পর্যন্ত।