কে.এ. মান্নান: আলমডাঙ্গা জামজামি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী শ্যামলী নিজঘরের আড়ায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে গতকাল বুধবার বিকেলে ইবির আসাননগর গ্রামে।
জানা গেছে, কুষ্টিয়া ইবির গোস্বামীদুর্গাপুর ইউনিয়নের আসাননগর গ্রামের জাবক্স মণ্ডলের বড় মেয়ে আলমডাঙ্গা জামজামি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী শ্যামলী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার মা ছকিনা জানান, তিনি ছিলেন হরিণাকুণ্ডুর তাহেরহুদার ধুলিয়ায় অসুস্থ পিতা মহাম্মদ ফারাজীর বাড়িতে। গতকাল বিকেলে সেখানে খবর যায় মেয়ে শ্যামলী ভীষণ অসুস্থ। বাড়ি ফিরে তিনি দেখেন তার মেয়ে শ্যামলীর মৃতদেহ। এ আত্মহত্যার নেপথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। খবর পেয়ে ইবি থানার এসআই ইকবাল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এ বিষয়ে ইবি থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে ইবি থানার ওসি জানিয়েছেন।