গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে ছাত্রলীগের সভা শেষে রাজি উদ্দীন রাজু সভাপতি ও আশাদুজ্জামানকে সম্পাদক মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সাকলায়েন ছেপু, রবিউল ইসলাম ও মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলাম। বক্তব্য রাখেন পৌর যুবলীগের সম্পাদক রাহিবুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্পাদক নুর ইসলাম, ইউপি সদস্য শামীম আহম্মেদ, পৌর ছাত্রলীগের সভাপতি মানিক আহম্মেদ ও সম্পাদক ইমরান হাবীবসহ নেতৃবৃন্দ। সভা শেষে ওয়াসিম সাজ্জাদ লিখনের নেতৃত্বে অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় বিএনপি-জামায়াতবিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়।