খবর:( সাতগাড়ির কুলাঙ্গার ছেলের হাতে পিতা-মাতা জখম)

নষ্ট ছেলের মুখে ঝাঁটা

কলঙ্কিত মুখ,

পিতা-মাতার গায়ে মেরে

কাড়লো বাড়ির সুখ।

 

কামাই করে খাসনে বাপু

পথে বেড়াস হেঁটে,

পাড়ায় পাড়ায় ছুটিস খালি

এ পিঠ ও পিঠ ঘেটে।

 

ছ্যাবলা ছোড়া কাজ করে না

কথার খুবই ধার,

আস্ত গাড়ল ছেলে তো নয়

আস্ত কুলাঙ্গার।

 

………….আহাদ আলী মোল্লা