দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের মালিপাড়া গ্রামে নিয়ামত আলী (৪৮) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিয়ামত আলী মালিপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে মালিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একটি মরিচের ক্ষেতে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের পরিবার জানায়, নিয়ামত আলী মঙ্গলবার সন্ধ্যায় মরিচের ক্ষেত পাহারা দিতে যায়। দৌলতপুর থানার ওসি আব্দুল খালেক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালমর্গে প্রেরণ করা হয়েছে।