কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গার কাস্টমমোড়ে মোটরসাইকেলের ধাক্কায় কার্পাসডাঙ্গা কবরস্থানপাড়ার মৃত মোফাজ্জেলের স্ত্রী জামেলা খাতুন (৮০) গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে গরুব্যবসায়ী মুন্সিপুর গ্রামের মজিদ ব্যাপারীর ছেলে মনি বাজারের দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলো। এ সময় রাস্তা পার হওয়ার সময় জামেলা খাতুনের সাথে ধাক্কা লাগলে রাস্তার ওপরে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক জানান বৃদ্ধার ডান কাধের হাড় ভেঙে গেছে।