স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা খাদিমপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল আলী বেনার ছেলে রাজীব প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাদিমপুর বিশ্বাসপাড়ামোড়ে এ ঘটনা ঘটে।
রাজীব বলেন, আমি খাদিমপুর বিশ্বাসপাড়ার মোড়ে একটি দোকানে চা খাচ্ছিলাম। গ্রামেরই আক্কাস আলীর ছেলে ওহিদুল আমাকে পাশে ডেকে নেয়। পরে ওহিদুল, তার ভাই শহিদুল ও শহিদুলের ছেলে শাকিল লাইট দিয়ে আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে আমি মাথায়, পিঠে ও চোখে আঘাত পাই। আমার কাছে থাকা দু হাজার টাকা খুঁজে পাচ্ছি না। আমাকে কী কারণে মেরেছে আমি জানি না। রাজীব তার পরিচয় দিতে গিয়ে বলেন, তিনি আলমডাঙ্গা খাদিমপুর গ্রামের ছেলে। তার পিতা শাহজালাল আলী বেনা খাদিমপুর ইউপি চেয়ারম্যান।