ভালাইপুর প্রতিনিধি/মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী, চিৎলা, খাদিমপুর, ভাংবাড়িয়া ও বাড়াদি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আসমানখালী বাজারে নির্বাচনীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত সভায় গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রনজু, যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর, জেলা যুবলীগ নেতা চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগ নেতা আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগ সদস্য গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহের আবু ও রকিবুল হাসান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা, আলমডাঙ্গা উপজেলা ত্রাণ ও সমবায় সম্পাদক আমির হোসেন, জেলা যুবলীগ নেতা গাংনী ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকারিয়া, জেলা যুবলীগ নেতা তহিদুল ইসলাম ফকা, সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিপু, জেলা ছাত্রলীগের সিনিয়র সভাপতি রুবাইদ বীন আজাদ সুস্তির, সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা সৈকত, ছনি, সেলিম রেজা তপন, আওয়ামী লীগ নেতা জামান, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল হালিম মণ্ডল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রোকনুজ্জামান টোকন, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক টুকু, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লাভলু, জহুরুল, ওদুদ হোসেন, যুবলীগ নেতা হৃদয় হোসেন ফারুক, ছাত্রলীগ নেতা মিলন হোসেন, ভাংবাড়িয়া আওয়ামী লীগ নেতা বাবলু, ঠাণ্ডু, বারাদী আওয়ামী লীগ নেতা মগবুল, বাদল প্রমুখ।
আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক ও ওবাইদুল হকের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গা-১ আসনে সার্বিক উন্নয়ন বিষয়সহ আগামী ৫ তারিখে জাতীয় নির্বাচন সফল করে শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। সেজন্য সকলকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার। বিএনপি, জামায়াত-শিবির মিথ্যা ও বানোয়াট উসকানিমূলক তথ্য দিয়ে শান্ত জনসাধারণকে উসকে দিচ্ছে। তাদেরকে শক্ত হাতে পতিহত করতে হবে বলে জানান তিনি।