স্টাফ রিপোর্টার: বিরোধীদলের টানা অবরোধের কারণে আগামীকাল শুক্রবার ছুটির দিনে সব ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয় জনস্বার্থে ২০ ডিসেম্বর শুক্রবার তফশিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সার্কুলারে বলা হয়, এদিন ব্যাংকের ‘ক্যাশ ও ক্লিয়ারিঙের কার্যক্রম চলবে। দুপুরের নামাজের বিরতি ও মধ্যাহ্নভোজের জন্য কিছু সময় লেনদেন বন্ধ থাকবে। বাকি সময় গ্রাহকরা অন্যান্য স্বাভাবিক দিনের মতো লেনদেন করতে পারবেন। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংঘাতের মধ্যে সব ব্যাংক কার্যালয় ও এটিএম বুথের নিরাপত্তা বাড়াতে এর আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পুলিশ কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠানো হয়ে। টানা অবরোধের কারণে সাধারণ গ্রাহকদের লেনদেন বিঘ্নিত হওয়ায় গত ৬ ডিসেম্বরও সব ব্যাংক খোলা রাখা হয়।