আন্দুলবাড়িয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় বাংলালিংক নেটওয়ার্ক বিড়ম্বনা দেখা দিয়েছে। গত সোমবার থেকে নেটওয়ার্ক বিড়ম্বনা দেখা দেয়ায় গ্রাহকরা ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন যোগাযোগ থেকে বিছিন্ন হয়ে পড়েছে। আন্দুলবাড়িয়া বাজারের ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ী ইমরান ভ্যারাইটি স্টোরের মালিক কামাল হোসেন জানান, এ এলাকায় অন্যান্য কোম্পানির চেয়ে বাংলালিংক গ্রাহক সংখ্যা অনেক বেশি। ৩দিন যাবত নেটওয়ার্ক না থাকায় মোবাইলফোনে কোনো টাকাও লোড নিচ্ছে না। বাংলালিংক গ্রাহক হেলাল উদ্দিন গত কয়েকদিন যোগাযোগ বিছিন্ন দেখে ক্ষুদ্ধ হয়ে তার মোবাইলফোনটি নষ্ট মনে করে আঁছড়ে ভাঙতে যান। এ সময় সহপাঠি সেলিম উদ্দিন বাংলালিংক নেটওয়ার্ক সমস্যার কথা জানালে তিনি ক্ষান্ত হন। আন্দুলবাড়িয়া এলাকায় ঘন ঘন বাংলালিংক নেটওয়ার্ক বিড়ম্বনা দেখা দেয়ায় গ্রাহকরা ক্ষুদ্ধ হয়ে উঠেছে। বাংলালিংক গ্রাহকগণ ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে নেটওয়ার্ক সমস্যা সমাধান করে তৃপক্ষকে গ্রাহক সেবায় আরো দায়িত্বশীল হওয়ার দাবি জানান।