মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের পরিতোষ কর্মকারের বাড়ি থেকে ১টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে কোমরপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা বোমাটি উদ্ধার করেন।
জানা গেছে, সকালে যতারপুর পরিতোষ কর্মকারের বাড়ির লোকজন দেখতে পান রান্নাঘরের দরজার সামনে বোমাটি পড়ে আছে। খবর পেয়ে কোমরপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক মুস্তাজাব আলী সঙ্গীয় সদস্যদের নিয়ে পরিতোষ কর্মকারের বাড়িতে পৌঁছে বোমাটি উদ্ধার করে। তবে কে বা কারা বোমাটি রেখেছে তা জানা যায়নি।