স্টাফ রিপোর্টার: ভারতের কোলকাতায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে পৌঁছে মনসুর আলী (৬০) নামের এক রোগী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। মনসুর আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমী গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।
দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই শেখ মাহবুবুর রহমান জানান, অসুস্থ মনসুর আলী তার স্ত্রী দেলোয়ারা বেগম এবং ছেলে কামরুজ্জামানকে সাথে নিয়ে কোলকাতায় চিকিৎসার উদ্দেশে যান গত ৯ ডিসেম্বর। চিকিৎসা শেষে বাড়ি আসার পথে দর্শনা চেকপোস্টে পৌঁছানোর সাথে সাথে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।