দামুড়হুদা প্রতিনিধি: গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি দামুড়হুদার স্টুডিও ব্যবসায়ী চপলকে (৩০) দামুড়হুদা থানা পুলিশ ফের গ্রেফতার করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় এএসআই নেওয়াজ মোর্শেদ ও এএসআই শামসুল তাকে গ্রেফতার করে থানাহাজতে নেন। আজ মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
স্টুডিও ব্যবসায়ী চপল দামুড়হুদা খাঁপাড়ার আশরাফ বিডিআরের ছেলে। এ সেই চপল, যে তার স্ত্রীর নীলছবি ধারণের পর দাম্পত্য বিচ্ছেদ ঘটিয়ে প্রাক্তণ শ্বশুরের নিকট চাঁদা দাবি করে। এ মামলায় সে দীর্ঘদিন জেলহাজতে ছিলো। জামিনে মুক্ত হয়ে আবারও আত্মগোপন করে। ফলে আদালতের আদেশে পুলিশ তাকে আবারও গ্রেফতার করেছে।