স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনার বেদীতে সমবেত হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে একাত্তর প্রজন্ম। রাজাকার আলবদর বিরোধী স্লোগানও দেয় আয়োজকরা।
গণজাগরণ মঞ্চ ব্যানারে আয়োজিত অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডার নূরুল ইসলাম মালিক, পৌর আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, যুবলীগ আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুসহ জেলার সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ।
জাতীয় সঙ্গীত পরিবেশনের পর নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপারাধী সকলের ফাঁসি কার্যকর করার আহ্বান জানান।