আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নজিরবিহীন পুলিশের উপস্থিতিতে গতকাল সম্পন্ন হয়েছে। বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের সরাসরি ভোটে এলাকার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সমাজসেবক মিজানুর রহমান মধু সভাপতি নির্বাচিত হয়েছেন। ইতঃপূর্বে আলমডাঙ্গার ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সমপন্ন হয় গত ২ ডিসেম্বর। ওই নিবার্চনে ৫ জন অভিভাবক সদস্য বজলুর রহমান, আসাদুজ্জামান, গোলাম রহমান, নাজির হোসেন, ঠান্ডা খাতুন ও শিক্ষক প্রতিনিধি লিপিয়া খাতুন, আনিসুর রহমান ও মাহফুজুর রহমান নিবার্চিত হন। প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব মনোনীত হন। গতকাল আনুষ্ঠানিকভাবে সদস্যদের সরাসরি ভোটগ্রহণ সম্পন্ন হয়। ১৮ জন পুলিশের ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে ওই ম্যানেজিং সভাপতি নিবার্চন অনুষ্ঠিত হয়। সভাপতি নিবার্চনে মিজানুর রহমান মধু ও রবিউল হক মেম্বার প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ভোটের মধ্যে ৫ ভোট পেয়ে মিজানুর রহমান মধু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিবার্চিত হন। ভোটে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি। নির্বাচনে এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ, সুন্নত আলি, জিল্লুর রহমান, বজলুর রহমান, রিফাজ্জেল হোসেন, বাবুল হোসেন, বাবুল হোসেন ,রাজিব হোসেন রাজু, এস আই আনিস, ক্যাম্প ইনর্চাজ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স প্রমুখ।