স্টাফ রিপোর্টার: পারিবারিক কলহের জের ধরে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত স্ত্রীকে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছে স্বামী। গতকাল রোববার রাত ৯টার দিকে জাফরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, ঝিনাইদহ কোটচাদপুর এলাকার ফারুক জাগরণী চক্র ফাউন্ডেশনে চাকরি করেন। চাকরির সুবাদে তিনি চুয়াডাঙ্গা জাফরপুরে ভাড়া বাড়িতে থাকেন। গতকাল পারিবারিক কলহের জের ধরে ফারুক তার স্ত্রী হোসনে আরাকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মাথায় আঘাত করেন। তাৎক্ষণিক হোসনে আরা জ্ঞান হারান। তাকে অজ্ঞান অবস্থায় স্বামী ফারুক নিজেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।