মেহেরপুর অফিস: মেহেরপুর এফসিবি ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার রাইপুর জাগরণী ক্লাব ফাইনালে উত্তীর্ণ হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত ২য় সেমিফাইনাল খেলায় রাইপুর জাগরণী ক্লাব ২-১ গোলে মেহেরপুর কলেজমোড় একাদশকে পরাজিত করে। নির্ধারিত ৫০ মিনিটের প্রথমার্ধের ১২ মিনিটে শামীম-১’র দেয়া গোলে এগিয়ে যায় রাইপুর জাগরণী ক্লাব। দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে ডি বক্সের মধ্যে হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি পায় রাইপুর জাগরণী ক্লাব। পেনাল্টি শুটে শামীম-২’র দেয়া গোলে ব্যবধান বাড়াই রাইপুর জাগরণী ক্লাব। পরে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে খেলা চলতে থাকে। খেলার অতিরিক্ত সময়ে কলেজমোড় একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন সাঈদ। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।