মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর আশ্রয়ন কবরস্থানের গাছ কাটার সময় ছাত্তার আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে এক বছরের জেল ও ৫০ হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদ হোসেনের ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ড প্রদান করেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, রঘুনাথপুর আশ্রয়নের বাসিন্দা ছাত্তার আলী দীর্ঘদিন থেকেই আশ্রয়ন এলাকার সরকারি গাছ কাটার সাথে জড়িত। সে ৬টি বড় আকারের কড়ুই গাছ কেটে নেয়। খবর পেয়ে ইউনিয়ন ভূমি অফিসারের নেতৃত্বে পুলিশ-বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাত্তারকে আটক করে। জোর করে গাছ কাটার অপরাধে মেহেরপুর সার্কিট হাউজে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক ছাত্তার আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।