মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের বল্লভপুর আশির্বাদ এজি স্কুলে প্রাক-বড়দিন আলোচনাসভা ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্কুল চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডল। সভাপতিত্ব করেন এজি চার্চের পালক ডেভিড রায়। বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন ও বল্লভপুর চার্চ অব বাংলাদেশের পুরোহিত রেভা. বিলিয়ম সর্দ্দার। বক্তব্য রাখেন এজি স্কুলের প্রধান শিক্ষক জন প্রতিত মীর ও অবিভাবক সদস্য অশোক মল্লিক। বড়দিন উদযাপনের বিভিন্ন বিষয়ে আলোচনা এবং স্কুলের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।