মাথাভাঙ্গা মনিটর: আগের ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করে ইতিহাসের খাতায় নাম লেখিয়েছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের সেই গোলের ধারাবাহিকতা এবার লা লিগায়ও বজায় রেখেছেন এ বার্সা তারকা। ব্রাজিলের এ তারকার দুর্দান্ত নৈপুণ্যে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার গোল দুটিই এসেছে নেইমারের পা থেকে। গত ম্যাচে সেল্টিকের বিপক্ষে দেখানো দুর্দান্ত ফর্ম ধরে রেখে ন্যু-ক্যাম্প শনিবার রাতে দুই অর্ধে দুই গোল করেন নেইমার। প্রথমার্ধে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিয়ারিয়াল সমতা ফেরানোর পর আবার গোল করে বার্সার জয় নিশ্চিত করেন সাবেক এই সান্তোষ তারকা