দর্শনা অফিস: দর্শনা লিটিল এনজেলস ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ফলাফল প্রকাশ ও স্কুলের ইংলিশ মিডিয়াম শাখা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সাথে দামুড়হুদায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী সভা। গতকাল রোববার সকাল ১০টার দিকে স্কুল চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, শিক্ষা ছাড়া যেমন কোনো জাতি উন্নয়ন করতে পারে না। তেমনি খেলাধুলার মাধ্যমে সম্ভব দেশের পরিচিতি বিশ্ব দরবারে তুলে ধরা।
দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার নুরজাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আখচাষি সমবায় সমিতির সভাপতি আশাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বুলেট, প্রেসক্লাব দর্শনার সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, কোষাধ্যক্ষ হানিফ মন্ডল প্রমুখ। স্কুলের পরিচালক স্বরুপ কুমার দাস শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সার্বিক ব্যবস্থাপনা করেন। পরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে স্কুলের ইংলিশ মিডিয়াম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি টগরসহ অতিথিবৃন্দ। শেষে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আ.লীগ চুয়াডাঙ্গা-২ আসনের মনোনীত প্রার্থী এমপি আলী আজগার টগরের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটি ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, দেশের সুষ্ঠু পরিবেশকে বিনষ্ট করে যারা অরাজকতা সৃষ্টি করছে, তারা দেশ ও জাতির শত্রু। একাত্তরের পরাজিত অপশক্তিকে সাথে নিয়ে বিএনপি নির্বাচন বানচালের পাঁয়তারায় মেতেছে। বিএনপির এ নীল নকশাকে নস্যাৎ করে অপতৎপরতাকে রুখে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে এখনই ভোটযুদ্ধে ঝাপিয়ে পড়ুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, খলিলুর রহমান ভুট্ট, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল আলম রান্টু, হাজি জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, রুস্তম আলী, রহমতুল্লাহ, শফিকুল আলম, বরকত আলী, মুনতাজ আলী, নজির আহম্মেদ, বিল্লাল হোসেন, গোলাম ফারুক আরিফ প্রমুখ নেতৃবৃন্দ। সন্ধ্যায় এমপি টগরের নেতৃত্বে একটি মিছিল বের হয়।