টিপ্পনী

 

খবর: (বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন ১০২ জন)

 

বাবাজিদের কপাল ভালো বেশ

খামখেয়ালি চলছে সোনার দেশ

হাটে হাঁড়ি ভাঙছে নাতো কেউ

গুলির চোটে জব্দ এখন ফেউ।

 

সাহস করে দিচ্ছে না কেউ গালি

কাঁদছে মেরে নিজের চোখে বালি

কেমন করে রাখতে হবে গদি

সকাল-বিকেল ভাবছে নিরবধি।

 

সারাদেশে হচ্ছে নাতো ভোট

একাই জিতে যাচ্ছে মহাজোট

আহা এ যে জাদুর মতো কাম;

একচেটিয়া পাম মারে কয় বাম।

 

-আহাদ আলী মোল্লা