মোমিনপুর প্রতিনিধি: শহীদ রবিউলের স্মৃতির সম্মান দেখিয়ে প্রতিবারের মতো এবারও চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমণিগঞ্জে শহীদ রবিউল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলা গতপরশু শনিবার রাতে শহীদ রবিউল মিলনায়তন ক্লাব মাঠ প্রাঙ্গণে উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ক্রীড়াবিদ মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বার। মোট ১০টি দল নিয়ে শহীদ রবিউল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনের দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় সাব্বির-মিল্টন জুটি ২-০ সেটে তপন-নিমাই জুটিকে হারিয়ে জয়লাভ করে। দ্বিতীয় খেলায় কৃষ্ণ-রুমি জুটি ২-০ সেটে সাকিব-আশিক জুটিকে হারিয়ে জয়লাভ করে। খেলা ২টি পরিচালনা করেন আতিকুর রহমান দিপু।