মেহেরপুর অফিস: মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আয়োজিত বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের ১ম রাউন্ডের খেলায় কম্পিউটার টেকনোলজি জয়লাভ করেছে।
গতকাল রোববার বিকেলে মেহেরপুর পৌর কলেজমাঠে অনুষ্ঠিত খেলায় কম্পিউটার টেকনোলজি ২০ রানে ইলেকট্রিক টেকনোলজিকে পরাজিত করেছে। টস জিতে কম্পিউটার টেকনোলজি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৬ ইউকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিশির ৪০ ও রনি ৩৫ রান করেন। ইলেকট্রিক টেকনোলজির পক্ষে মোমিনুল ২ উইকেট নেয়। ইলেকট্রিক টেকনোলজি ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে গৌতম সর্বোচ্চ ৫১ রান করে। কম্পিউটার টেকনোলজির পক্ষে টুটুল আহম্মেদ ৫ উইকেট লাভ করেন।