মাথাভাঙ্গা মনিটর: ইরাকজুড়ে কয়েকদফা বোমা হামলা এবং গুলির ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই শিয়া মুসলিম। পুলিশ ও চিকিৎসক সূত্র জানায়, রাজধানী বাগদাদের শিয়া অধুষ্যিত বায়া এলাকায় গত শনিবার গাড়িবোমা হামলায় এতে ৭ জন নিহত হয়, আহত হয় ১৬ জন। ওদিকে, বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকণ্ঠে মূলত শিয়া এলাকায় একটি সবজি বাজারে রাস্তার ধারে পেতে রাখা বোমায় নিহত হয়েছে ৩ জন। হুসেইনিয়া এলাকায় একটি রেস্তোরায় ফেলে রাখা বোমায় নিহত হয়েছে ২ জন। আহত হয়েছে ৫ জন। সহিংসতার অন্যান্য ঘটনায় বাগদাদের ১৫০ কিলোমিটার উত্তরে তিকরিতে বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় নিহত হয়েছে ৩ জন। রাজধানীর পূর্বে একটি তল্লাশি কেন্দ্রে বন্দুকধারীরা আগুন জ্বালিয়ে দিলে আরো দু সেনা নিহত হয়। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।