মাথাভাঙ্গা মনিটর: তৃতীয় টেস্টেও জয়ের পথে স্বাগতিক অস্ট্রেলিয়া । আর এর মানে হচ্ছে ইংল্যান্ডোর হাতে ‘ছাই ভস্মে’র ঐতিহাসিক বাক্সটি আর থাকছে না। অর্থাৎ অ্যাশেজ চলে আসছে ফের অস্ট্রেলিয়ানদের হাতে। ব্রিসবেন, অ্যাডিলেড টেস্টের পর পার্থ টেস্টেও বড় হারের মুখে পড়তে যাচ্ছে ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখাতে না পারলে ইংল্যান্ডের হার নিশ্চিত। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ানরা এগিয়ে গেছে ৩৬৯ রানে। তাদের হাতে আরও ৭টি উইকেট অক্ষত। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যটা এবারও হয়তো ৫০০ ছাড়িয়ে যাবে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৩৮৫ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় ২৫১ রানে। ৪ উইকেটে ১৮০ রান নয়ে খেলতে নেমে তারা ৭১ রান যোগ করতে সক্ষম হয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়া দ্বিতীয় উনিংস শুরু করে আজ দিন শেষে ৩ উইকেট হারিয়ে করেছে ২৩৫ রান। ডেভিড ওয়ার্নার ১১২ রান করে আউট হন।