মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা কারাগারে আহাদ আলী (৩৫) নামের এক হাজতীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে সে অসুস্থ হয়ে পড়লে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে সদর উপজেলার মোমিনপুর গ্রামের আখের আলীর ছেলে। হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের ইর্মাজেন্সি মেডিকেল অফিসার এহসানুল কবির। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে আহাদ আলীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জেলা কারাগারসূত্র জানা গেছে। বেশ কিছু দিন আগে হেরোইনের মামলায় হাজতে ছিলেন আহাদ আলী।