মেহেরপুরের দুটি আসনে ৫ প্রার্থীর ভোট যুদ্ধ

 

মেহেরপুর অফিস: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে ৫ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। গতকাল শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের মধ্যদিয়ে মাঠে থাকছেন ৫ প্রার্থী। আসন দুটিতে জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলা রিটার্নিং অফিসার মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন গতরাতে দৈনিক মাথাভাঙ্গাকে জানিয়েছেন, আজ শনিবার সকাল ১০টায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে দুজন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন দোদুল ও স্বতন্ত্রপ্রার্থী মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম। এ আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) প্রার্থী মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করেন। গতকাল শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী জেলা জাপা সভাপতি আব্দুল হামিদ। ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও স্বতন্ত্রপ্রার্থী কাওছার আলী ও জাসদ (ইনু) প্রার্থী শফিকুল ইসলাম কাজলের মনোনয়নপত্র বাতিল হয়।

মেহেরপুর-২ (গাংনী) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বহাল রয়েছে। এরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীতপ্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, স্বতন্ত্রপ্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেন ও জাতীয় পার্টি (মঞ্জু) প্রার্থী আব্দুল হালিম। স্বতন্ত্রপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল ও জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী কিতাব আলী গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ আসনে ৭ প্রার্থীর মধ্যে বাছাইয়ের সময় স্বতন্ত্রপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন ও মকলেছুর রহমান মুকুলের প্রার্থিতা বাতিল হয়। পরে আপিলে মকলেছুর রহমান মুকুলের প্রার্থিতা বহাল থাকে।