মাথাভাঙ্গা মনিটর: প্রথমবারের মতো সন্তানের বাবা হয়েছেন ফারদিন খান। প্রথমবারের মতো বাবা হওয়ার স্বাদ পেলেন বলিউডি অভিনেতা ফারদিন খান। ফারদিনের স্ত্রী নাতাশা ১১ ডিসেম্বর এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ফারদিনের কাজিন অলঙ্কার ডিজাইনার ফারাহ আলী খান টুইটারে এ খবরটি নিশ্চত করেন। তিনি নতুন মা-বাবাকে শুভেচ্ছাও জানান টুইটারে। ফারাহ আলী খান পোস্ট করেন, ঘুম থেকে উঠেই অসাধারণ একটি সংবাদ পেলাম। ১১ ডিসেম্বর আমার ভাই ফারদিনের স্ত্রী, নাতাশা মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। তার নাম রেখেছেন দিয়ানা ইসাবেলা খান। তিনি আরও লেখেন, আমি প্রার্থনা করি ঈশ্বর যেন আমার ভাতিজিকে সুস্বাস্থ্য, সম্পদ দেন এবং অনেক সুখী করেন।
২০১৩ সালে নাতাশার যমজ সন্তানের গর্ভপাত হওয়ার খবর ছড়িয়েছিলো। এরপর বছর ঘুরতেই কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী মমতাজের মেয়ে নাতাশা। ফারদিন খান এবং নাতাশা ২০০৫ সালে গাঁটছড়া বাঁধেন। সাবেক অভিনেতা ফিরোজ খানের ছেলে ফারদিন ‘ওম জয় জগদীশ’ নো এন্ট্রি’, ‘হেই বেবি’ এর মতো বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন।