মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকার প্রয়াত বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার একটি ব্রোঞ্জ নির্মিত স্ট্যাচু বা মূর্তি দেশটির রাজধানী প্রিটোরিয়ার প্রেসিডেন্সিতে (ইউনিয়ন বিল্ডিংস) স্থাপন করা হবে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা আগামী সোমবার ৯ মিটার বা প্রায় ৩০ ফুট উঁচু মূর্তিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন। দেশটির আর্টস অ্যান্ড কালচার অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টের অবদানের স্বীকৃতিস্বরূপ মূতির্টি উন্মোচন করা হচ্ছে। পুনর্মিলন ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে সমুন্নত থাকবে এটি। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ভ্রমণকারীদের জন্য এটি একটি তীর্থস্থানে পরিণত হতে পারে। গত সপ্তায় নিজ বাড়িতে ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন শান্তিতে নোবেল জয়ী জনপ্রিয় এ নেতা। আগামী ১৫ অক্টোবর তার শেষকৃত্য অনুষ্ঠিত হবেন। বিশ্বের প্রায় একশ’ দেশের রাষ্ট্রপ্রধান সেখানে উপস্থিত থাকবেন। এছাড়াও সেখানে অংশ নেবেন অসংখ্য গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিত্ব।