স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ আশপাশ কয়েকটি জেলায় পালিত হয়েছে অঘোষিত হরতাল-অবরোধ। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও জনমনে ছিলো চাপা আতঙ্ক। এসব এলাকায় বাস-ট্রেনসহ তেমন কোনো যানবাহনই চলেনি দিনভর। গতকাল শুক্রবার আতঙ্ক নিয়ে সতর্কতার সাথে চলাফেরা করেছেন অনেকেই। মেহেরপুরের বন্দর ও রাজনগরে সড়কে গাছ ফেলে রাখায় বাস চলাচল করেনি। এমনিতেই শুক্রবার দিনের অধিকাংশ সময় শহরের দোকানপাট বন্ধ থাকে। বিকেলে দিকে বেশ কিছু দোকান খোলা হয়। তবে গতকালের চিত্রটা ছিলো ভিন্ন।