কাদের মোল্লার ফাঁসিতে পাকিস্তান জামায়াতের নিন্দা

 

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান। একইসাথে জুমার নামাজ শেষে বিক্ষোভ ও অবিলম্বে পাকিস্তান সরকারকে বাংলাদেশের কাছে হুঁশিয়ারি বার্তা পাঠানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ ব্যাপারে এক বিবৃতিতে জামায়াতে ইসলামী পাকিস্তানের প্রধান মুনাওয়ার হাসান কাদের মোল্লাকে তাদের বাংলাদেশি সহচর আখ্যায়িত করে তার ফাঁসিকে শোচনীয় বলে মন্তব্য করেন। একইসাথে তিনি কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে তার মৃত্যুদণ্ড বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নয় বরং বিচারের নামে প্রহসন বলেও মন্তব্য করেন। এ সময় কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে পাকিস্তান সরকারের নীরবতা নিয়েও সমালোচনা করেন মুনাওয়ার। এছাড়া পাক জামায়াতের অপর নেতা লিয়াকত বালুচ বলেছেন, আব্দুল কাদের মোল্লার ফাঁসি বিচারবিভাগীয় হত্যাকাণ্ডের শামিল এবং এর মাধ্যমে ন্যায়বিচারকে হত্যা করা হয়েছে। এদিকে দলটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কাদের মোল্লাকে ফাঁসি দেয়ার প্রতিবাদে পাকিস্তান সেনাবাহিনীকে বাংলাদেশ আক্রমণের আহ্বান জানিয়েছে। এছাড়া দেশটির সাবেক রাষ্ট্রপতির ছেলে ও বর্তমান এমপি ইজাজ, তার টুইটার অ্যাক্যাউন্টে কাদের মোল্লাকে পাকিস্তানের বীর হিসেবে আখ্যা দিয়েছেন।