স্টাফ রিপোর্টার: রেকর্ডিং, স্টেজ শো এমনকি অ্যালবামের সব কাজ বন্ধ রেখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এখন তার অপেক্ষা শুধু অনাগত সন্তানের জন্য। ময়মনসিংহের শ্বশুরবাড়িতে রয়েছেন ন্যান্সি। সেখানেই অধীর আগ্রহে দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষা করছেন বলে জানিয়েছেন জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী। চিকিত্সকের নির্দেশনা অনুযায়ী সব কাজকর্ম করছেন তিনি। ন্যান্সি বলেন, চিকিত্সক আমাকে জানিয়েছেন, জানুয়ারি মাসের শেষ দিকে আমার সন্তান পৃথিবীতে আসবে। এরই মধ্যে শারীরিক অবস্থারও অনেক পরিবর্তন হয়েছে। এ শরীর নিয়ে শো কিংবা রেকর্ডিং কোনোকিছু করতে ইচ্ছে করছে না। তা ছাড়া চিকিত্সকও আমাকে পুরোপুরি বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। তাই সব ধরনের কাজকর্ম বাদ দিয়ে অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনছি।