মেহেরপুর অফিস: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে (সদর-মুজিবনগর) জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী আব্দুল হামিদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি জেলা জাতীয় পার্টির সভাপতি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নিকট আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করেন। আব্দুল হামিদ জানিয়েছেন, পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।