দ্বিতীয় দিনে এগিয়ে নিউজিল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: সবুজ পিচে নিউজিল্যান্ডের পেসাররা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ওপর বেশ ছড়ি ঘুরিয়েছেন। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরাই কিছুটা এগিয়ে আছে। আগের দিনের ৬ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলায় মাঠে নেমে ৪৪১ রানে অলআউট হয় কিউইরা। জবাবে ৪ উইকেটে ১৫৮ রান করে দিন শেষ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের চেয়ে ক্যারিবীয়রা এখন ২৮৩ রানে পিছিয়ে আছে। হাতে আছে ৬ উইকেট। ওয়েলিংটনের দ্বিতীয় দিনের শুরু এবং শেষ উভয়টায় হয়েছে বৃষ্টি দিয়ে। দুপুরের বিরতির পর খেলার পুরোটাই চলে গেছে বৃষ্টির পেটে। আর নিউজিল্যান্ডের দ্বিতীয় দিনের ইনিংসটাও হয়েছিলো বৃষ্টি দিয়ে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বিজে ওয়াটলিং (৮*) ও টিম সাউদি (৯*) শুরুটা দারুণভাবে করেন। সপ্তম উইকেটে তারা ৩৮ রানের জুটি গড়েন। সাউদি ২১ রানে ফিরে গেলেও ওয়াটলিং আউট হন ৬৫ রান করে। আর শেষের দিকে ট্রেন্ট বোল্ট ২৭ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে রানের চাকা আরও সচল করেন।
নিউজিল্যান্ডের ৪৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটে বেশ করে সফরকারীরা। দলীয় ৪৬ রানের মাথায় টিম সাউদির বলে ব্যক্তিগত ২১ রানে ফেরেন কাইরন পাওয়েল। এরপর আর কোন বড় জুটি দাঁড় করতে পারেনি ক্যারিবীয়রা। ওপেনার কার্ক এডওয়ার্ডস দলীয় ১০৩ রানের মাথায় তৃতীয় উইকেট হিসেবে ৫৫ রানে ফেরার পর ইনিংসের হাল ধরেন অভিজ্ঞ মারলন স্যামুয়েলস। তিনি দিন শেষে অপরাজিত আছেন ৫০ রান করে। সাথে ১১ রানে অপরাজিত আছেন নরসিংহ দেওনারাইন। তারার দু জন পঞ্চম উইকেটে ৩৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন। কিউই বোলার কোরি অ্যান্ডারসন দুটি এবং ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি একটি করে উইকেট দখল করেছেন। তিন ম্যাচের সিরিজে ডানেডিনের প্রথম টেস্টটি বৃষ্টির কারণে ড্র হয়েছিলো।