আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা এলজিইডি অফিসে প্রায় ৪ কোটি ২০ লাখ টাকার টেন্ডারকে কেন্দ্রকরে গতকাল দুপুরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় নাগদাহ ইউপির সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল মালেককে লাঞ্ছিত করার চেষ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা এলজিইডি অফিস সম্প্রতি উপজেলার কয়েকটি স্কুল সংস্কার ও পুনঃ নির্মাণের জন্য টেন্ডার আহবান করে। প্রায় ৪ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকার ৪টি গ্রুপে ওই টেন্ডার আহবান করা হয়। গতকাল বৃহস্পতিবার ছিলো ওই টেন্ডার ড্রপের দিন। সকাল থেকেই এলজিইডি অফিসের সামনে ঠিকাদার ও তাদের অনুসারিরা গিয়ে ভিড় করেন। গোলযোগের আশঙ্কায় আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাগদাহ ইউপির সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল মালেকর উপস্থিত ঠিকাদার ও তাদের অনুসারিদের সাথে বাকবিতণ্ডা হয়। সে সময় অ্যাড. আব্দুল মালেককে লাঞ্ছিত করার চেষ্টা করা হলে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় উপস্থিতিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি শান্ত করেন। টেন্ডার সম্পর্কে উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখ্যার্জি বলেন, টেন্ডার ড্রপকৃত সিডিউলগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এখনও যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়নি। ফলে কাজগুলো কারা পাবেন, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।