ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে কালেরকণ্ঠের ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ সভাপতি ও এটিএন বাংলার ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ প্রেসক্লাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ৪২ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। সরাসরি ভোটে নির্বাচিত কর্মকর্তা হলেন সভাপতি এম সাইফুল মাবুদ, সহসভাপতি মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, সহসম্পাদক পদে দৈনিক লোকসমাজ ও বাংলানিউজের আসিফ ইকবাল কাজল, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে আজকালের খবররের এম রবিউল ইসলাম রবি এবং নির্বাহী সদস্য পদে নিউ এজ পত্রিকার দেলোয়ার কবীর, দৈনিক সমকালের মাহমুদ হাসান টিপু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন, বিটিভির পিন্টু লাল দত্ত, একাত্তর টিভির রাজিব হাসান ও ইনডিপেনডেন্ট পত্রিকার আহম্মেদ নাসিম আনসারী হিরন নির্বাচিত হয়েছেন।