ঢাকা অফিস: ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা জামায়াত নেতা কাদের মোল্লার ছেলে হাসান মওদুদসহ পরিবারের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর পরই তাদের রাজধানীর মগবাজারের বাসা থেকে আটক ও বাসায় ভাঙচুর চালানো হয়। গ্রেফতারের সময় কাদের মোল্লার স্ত্রী নামাজ পড়ছিলেন। ছেলে কোরআন তেলাওয়াত করছিলেন। তাদেরকে রাতে রমনা থানায় নেয়া হয়েছে। কাদের মোল্লার আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম এ তথ্য জানান।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পিতার সাথে সাক্ষাত করে হাসান মওদুদ মা আত্মীয়স্বজনসহ বাসায় ফেরেন। সকালে তাদের লাশ বুঝে নেয়ার কথা ছিলো। এছাড়াও কাদের মোল্লার লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি আমিরাবাদে যাওয়ার প্রস্তুতিও ছিলো পরিবারের।