স্টাফ রিপোর্টার: কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি গ্রামে বন্য হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গ্রামে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় নিহত শিশুর নাম মো. সিনহা (৮)। সে পহরচাঁদা গ্রামের মো. মঞ্জুর আলমের ছেলে এবং পহরচাঁদা কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। চকরিয়া থানার ওসি জানিয়েছেন, হারবাঙের গহীন অরণ্য থেকে বৃহস্পতিবার ভোরে দুটি হাতি পহরচাঁদা এলাকায় আসে। ওই সময় কয়েক একর জমির পাকা ধান নষ্ট করে ফেললে লোকজন হাতি দুটিকে ধাওয়া করে। সকাল ৭টার দিকে কয়েকশো লোক হাতি দেখতে ভিড় করলে একটি হাতি তাদেরকে তাড়া করে। এ সময় শিশু সিনহা ওই হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যায়। সকাল ৮টার দিকে হাতি দুটি হারবাং পাহাড়ের দিকে চলে গেলে লোকজন সিনহার লাশ উদ্ধার করে।