মাথাভাঙ্গা মনিটর: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তিবদ্ধ হতে রাজি হয়েছেন। ক্যাথরিন জানান, কয়েক দিন ধরে দেশটির রাজধানী কিয়েভে চলা ইউরোপীয় ইউনিয়নপন্থি বিক্ষোভকারীদের চাপের মুখে ইয়ানকোভিচ ইইউয়ের সাথে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট ইয়ানকোভিচের সাথে বৈঠকে তিনি চুক্তির ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তবে কবে তা সম্পন্ন হবে, সে ব্যাপারে ক্যাথরিন অ্যাশটন বিস্তারিত জানাননি। কিয়েভের স্বাধীনতা চত্বরে বিক্ষোভের ঘটনায় ইউক্রেন সরকার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়েছে। অন্যদিকে মস্কো মনে করছে, ইউরোপীয় ইউনিয়নের সাথে ইউক্রেনের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে দেশটিতে রাশিয়ার বাজার নষ্ট হবে। এ কারণে রুশ কাস্টমস ইউনিয়নে বেলারুশ ও কাজাখস্তানের সাথে ইউক্রেনকে যুক্ত করতে চাচ্ছে রাশিয়া।