মেহেরপুর অফিস: মেহেরপুরের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল বুধবার দুপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুন্নত আলী। কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মাসব্যাপি এ প্রশিক্ষণে ৩০ জন ক্ষুদে ক্রিকেটার অংশগ্রহণ করে। প্রশিক্ষণের শুরুতেই জেলা ক্রীড়া অফিসের বিভিন্ন অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।