স্টাফ রিপোর্টার: ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি কেন্দ্রীয় ওষুধ ভাণ্ডারের পরিচালক ছিলেন। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় সৈয়দ ইফতেখার উদ্দিনকে এ পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এপিডি) মহিবুল হক। আগের কারা মহাপরিদর্শকের মেয়াদ শেষ হওয়ায় ৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈনউদ্দিন খন্দকারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কারা মহাপরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছিলো।